Rabin Mahmud's Blog | SEO Expert In Bangladesh
I am Rabin Mahmud. I am an SEO expert. This blog is generated for you. You can learn many things from this site. Also, I will try to give you much important information about online marketing and outsourcing. You also will know many informative posts from this blog. Thanks to all
Friday, August 5, 2016
Thursday, May 26, 2016
থাইল্যান্ডে কমোডের ভেতর অজগর, পুরুষাঙ্গে কামড়! | Share News | Share Barta 24
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: টয়লেটের পাইপ বেয়ে উপরে উঠে বিশাল আকৃতির একটি সাপ টয়লেটের কমোড পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং কমোডের ভেতরে ঘাপটি মেরে ছিল সুযোগের অপেক্ষায়। এমন সময় ৩৮ বছর বয়সী এক লোক কমোডে গিয়ে বসা মাত্রই তার পুরুষাঙ্গে কামড় বসিয়ে দেয় অজগরটি।
মঙ্গলবার থাইল্যান্ডে এ ঘটনা ঘটে। হতভাগ্য লোকটির নাম আট্টাপর্ন বোনমাকচুয়াই(৩৮)।শেষ পর্যন্ত তিনি তাঁর পুরুষাঙ্গটি রক্ষা করতে পারলেও তাকে অনেক কাঠখড় পোহাতে হয়েছে। ঘটনাটি বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে।
ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাপের কামড়ে আহত আট্টাপর্ন বোনমাকচুয়াই নিজের ঘরে টয়লেট ব্যবহার করার সময় এই আক্রমণের শিকার হন। সাপের কামড়ের বিষয়টি তিনি তৎক্ষণাত বুঝতে পারার পর পরই তিন সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেন।
বিপদ বুঝতে পরে কামড় খাওয়ার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে স্ত্রীর সাহায্য চান। স্ত্রী আসার আগেই তিনি সাপের সঙ্গে লড়াই শুরু করে দেন। এক পর্যায়ে সাপটিকে তিনি বাগে এনে ফেলেন। বিশালাকার অজগরের সঙ্গে দুর্দান্ত এই লড়াইয়ে সময় পুরো কক্ষ তখন রক্তে ভেজা। লোকটি পিচ্ছিল এই সাপের হাত থেকে বাঁচতে একের পর পর কৌশল প্রয়োগ করতে থাকেন।
প্রতিবেদনে বলা হয়, আট্টাপর্ন লড়াইয়ের এক পর্যায়ে কৌশলে সাপের মাথার চারপাশ দঁড়ি দিয়ে বেঁধে দরজার হাতলে আটকে ফেলেন। শেষ পর্যন্ত সাপ লোকটির পুরুষাঙ্গ ছেড়ে দিয়ে পালাতে চেষ্টা করে।কিন্তু শেষ রক্ষা হয়নি সাপটির। দীর্ঘক্ষণ সাপের সঙ্গে ধস্তাধস্তি ও প্রচুর রক্তক্ষরণের কারণে থাইল্যান্ডের ওই নাগরিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে পুরুষাঙ্গটি ক্ষতিগ্রস্ত হলেও শেষ রক্ষা হয়েছে।
ধারণা করা হচ্ছে, টয়লেটের পাইপে সাঁতার কাটছিল সাপটি। একপর্যায়ে কমোডে ভেতরে চলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা এসে টয়লেট ভেঙে বিশাল আকৃতির সাপটিকে বের করে আনে।তখনও সাপটি জীবিত ছিল।সাপটিকে জঙ্গলে ছেড়ে দেয়া হবে বলে তারা জানান।
Collected From Share News Portal | Share Barta 24
Friday, May 6, 2016
আমার মনের গভীরতা । রেশমা খান কবিতা কালেকশন
Reshma Khan |
আমার মনের গভীরতা
রেশমা খান
অনেক সুন্দর জীবন আমার,
অনেক সুন্দর মন ।
সেইখানে তে আসে আমার
,
,
নিত্তি নুতন রঙ ।
আমার মনের মহলে,
হজার রঙের বাহার ।
সেইখানে তে খুজে পাবে,
তোমার মনের আহার ।
আমার মনের স্বাদটা তুমি,
একটু চেখে দেখো ।
বুঝতে পারবে আমার রঙের,
গভীরতা কত !
গভীরতা ছাড়া মনের,
কোন চমক নাই ।
একটু পানি লেগে গেলে,
সব গুলিয়ে যায় !
নকল রঙের এত বাহার ,
সবাই মেতে রয় !
আসল রঙটা নকল রঙের,
মাঝে লুকিয়ে রয় ।
দেখার মত মনটা যদি,
থাকে তোমার কাছে ।
খুজে দেখো রঙটা তোমার,
আছে হাতের কাছে।
Published By: Rabin Mahmud
Labels:
Bangla Kobita,
Reshma Khan,
Share News
Location:
Dhaka 1000-1200, Bangladesh
Saturday, April 30, 2016
ডাকছে আমায় পিছু থেকে | রেশমা খান কবিতা কালেকশন
Reshma Khan |
ডাকছে আমায় পিছু থেকে
রেশমা খান
একটা ছোট নৌকায় চরে
যাবো আমি অনেক দূরে !
ছোট্ট ছোট্ট ঢেউয়ের পাড়ে,
আসবে শীতল বাতাস বয়ে।
কাপবো আমি একা একা,
হাসবো আমি একা একা।
অনেক দুরে যাওয়ার পরে
হঠাত করে মনে পরে,
কেও কি আমায় ডাকছে পিছু?
আর যেওনা এতো দূরে
কেমন করে ফিরব আমি?
চলে এসেছি অনেক দূরে !
নদীর পানি ভীষণ ঘোলা,
ইচ্ছে করলেই যায়না ভোলা
ভুলতে চেয়েছি বার বার !
মনে পরে হাজার বার।
কাপবো আমি একা একা,
হাসবো আমি একা একা।
অনেক দুরে যাওয়ার পরে
হঠাত করে মনে পরে,
কেও কি আমায় ডাকছে পিছু?
আর যেওনা এতো দূরে
কেমন করে ফিরব আমি?
চলে এসেছি অনেক দূরে !
নদীর পানি ভীষণ ঘোলা,
ইচ্ছে করলেই যায়না ভোলা
ভুলতে চেয়েছি বার বার !
মনে পরে হাজার বার।
Published By: Rabin Mahmud
Share News | Share Barta 24
Labels:
Bangla Kobita,
Reshma Khan
Location:
Dhaka 1000-1200, Bangladesh
Sunday, April 17, 2016
মেঘলা আকাশে রংধনু । রেশমা খান
সেই মানুষটির লেখা আরেকটি চরম অনুভুতিপূর্ণ কবিতা .........।
Reshma Khan |
মেঘলা আকাশে রংধনু
রেশমা খান
মেঘলা আকাশে রংধনু কি সুন্দর ছড়িয়ে যায়,
ছোট্ট ছোট্ট মেঘেরা চমকে উঠে তাই!
কোথা থেকে হঠাত করে এলোে এই রং?
হঠাত করে বদলে দিল আকাশের ই মন!
আকাশ টা চুপি চুপি মুচকি হাসে তাই।
কেউ বোঝেনা যে মেঘলা আকাশে কত সুখ পাই,
মৃদু একটু হেসে আকাশ বলে তোমরা যাও!
একা থাকারসুখ টা আমায় উপভোগ করতে দাও।
একা থাকার ব্যাথা তোমরা বোঝো নাতো!
একা থাকার সুখটাও তোমরা খোঁজো নাতো।
বিশাল বড় আকাশ আমি,কোনো দুঃখ নাই
তোমরা এটা ভাব আমায় তাও সুখ পাই।
Labels:
Bangla Kobita,
Reshma Khan
Location:
Dhaka 1000-1200, Bangladesh
Sunday, April 10, 2016
Rabin Mahmud's Blog | SEO Expert In Bangladesh: সাধারন মানুষের লেখা একটি অসাধারন কবিতা
Rabin Mahmud's Blog | SEO Expert In Bangladesh: সাধারন মানুষের লেখা একটি অসাধারন কবিতা: সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষ কেই কিছু না কিছু বিশেষ গুন দিয়েছেন। কেউ হয়ত নিজের গাওয়া গান দিয়ে পুরো বিশ্ব কে জয় করছেন আবার কেউ হয়ত নাচ দিয়ে,ক...
সাধারন মানুষের লেখা একটি অসাধারন কবিতা
সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষ কেই কিছু না কিছু বিশেষ গুন দিয়েছেন। কেউ হয়ত নিজের গাওয়া গান দিয়ে পুরো বিশ্ব কে জয় করছেন আবার কেউ হয়ত নাচ দিয়ে,কেউ হয়ত নিজের বুদ্ধি কে ব্যবহার করে পুরো দুনিয়া কে একসাথে করে দিচ্ছেন আবার কেউ হয়ত নিজের চিন্তা কে ব্যবহার করে অনেক অজানা জিনিস অনুভব করতে পারছেন। সেরকম ই একজন মানুষ এর সাথে আজ আমার দেখা হল যে কিনা খুব ই সাধারন একটি মানুষ কিন্তু তার নিজের কিছু লেখার মধ্যে লুকিয়ে আছে কিছু অসাধারন অনুভুতি এবং আকাঙ্ক্ষা । তাই তার এই প্রতিভাটি ছরিয়ে দিচ্ছি সবার মাঝে......
Reshma Khan |
রঙিন আকাঙ্ক্ষা
রেশমা খান
লাল রঙের শাড়ি আমার
টিপটি ও ছিল লাল,
কেমন করে হয়ে গেল সাদা
বুঝতে পারিনি কাল!
মন টা ছিল রঙ বেরঙ এর
বাহার ছিল মনে,
হঠাত করে মন যে বলে
কি হল আমার সনে!
এমন যদি হবে তবে
রঙিন সবাই কেও,
সাদা কি আমি একাই শুধু
রঙিন নাই কোন?
সাদা-মাটা দেখে সবাই খুব মজা পায়
আমার মন টা বার বার রঙিন হতে চায়,
রঙিন হওয়া কি খুব অপরাধ
তোমরা বল তাই?
সাদাই আমি রয়ে গেলাম
তোমাদের মন রক্ষায় !
Published by
Labels:
Reshma Khan,
Share News
Location:
Dhaka 1000-1200, Bangladesh
Subscribe to:
Posts (Atom)