Sunday, April 10, 2016

সাধারন মানুষের লেখা একটি অসাধারন কবিতা

সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষ কেই কিছু না কিছু বিশেষ গুন দিয়েছেন। কেউ হয়ত নিজের গাওয়া গান দিয়ে পুরো বিশ্ব কে জয় করছেন আবার কেউ হয়ত নাচ দিয়ে,কেউ হয়ত নিজের বুদ্ধি কে ব্যবহার করে পুরো দুনিয়া কে একসাথে করে দিচ্ছেন আবার কেউ হয়ত নিজের চিন্তা কে ব্যবহার করে অনেক অজানা জিনিস অনুভব করতে পারছেন। সেরকম ই একজন মানুষ এর সাথে আজ আমার দেখা হল যে কিনা খুব ই সাধারন একটি মানুষ কিন্তু তার নিজের কিছু লেখার মধ্যে লুকিয়ে আছে কিছু অসাধারন অনুভুতি এবং আকাঙ্ক্ষা । তাই তার এই প্রতিভাটি ছরিয়ে দিচ্ছি সবার মাঝে......


Bangladesh poem
Reshma Khan

রঙিন আকাঙ্ক্ষা


রেশমা খান


লাল রঙের শাড়ি আমার

টিপটি ও ছিল লাল,


কেমন করে হয়ে গেল সাদা  

বুঝতে পারিনি কাল!


মন টা ছিল রঙ বেরঙ এর

বাহার ছিল মনে,


হঠাত করে মন যে বলে

কি হল আমার সনে!


এমন যদি হবে তবে

রঙিন সবাই কেও,


সাদা কি আমি একাই শুধু

রঙিন নাই কোন?

সাদা-মাটা দেখে সবাই খুব মজা পায়

আমার মন টা বার বার রঙিন হতে চায়,


রঙিন হওয়া কি খুব অপরাধ

তোমরা বল তাই?


সাদাই আমি রয়ে গেলাম

তোমাদের মন রক্ষায় !



Published by





No comments:

Post a Comment