Sunday, April 17, 2016

মেঘলা আকাশে রংধনু । রেশমা খান

সেই মানুষটির লেখা আরেকটি চরম অনুভুতিপূর্ণ কবিতা .........।

Bangla Kobita
Reshma Khan

মেঘলা আকাশে রংধনু

রেশমা খান


মেঘলা আকাশে রংধনু কি সুন্দর ছড়িয়ে যায়,

ছোট্ট ছোট্ট মেঘেরা চমকে উঠে তাই!

কোথা থেকে হঠাত করে এলোে এই রং?

হঠাত করে বদলে দিল আকাশের ই মন!

আকাশ টা চুপি চুপি মুচকি হাসে তাই।

কেউ বোঝেনা যে মেঘলা আকাশে কত সুখ পাই,

মৃদু একটু হেসে আকাশ বলে তোমরা যাও!

একা থাকারসুখ টা আমায় উপভোগ করতে দাও।

একা থাকার ব্যাথা তোমরা বোঝো নাতো!

একা থাকার সুখটাও তোমরা খোঁজো নাতো।

বিশাল বড় আকাশ আমি,কোনো দুঃখ নাই

তোমরা এটা ভাব আমায় তাও সুখ পাই।


Published By:
Rabin Mahmud


No comments:

Post a Comment