Friday, May 6, 2016

আমার মনের গভীরতা । রেশমা খান কবিতা কালেকশন

Bangla Kobita
Reshma Khan

আমার মনের গভীরতা


রেশমা খান


অনেক সুন্দর জীবন আমার,

অনেক সুন্দর মন ।

সেইখানে তে আসে আমার
,
নিত্তি নুতন রঙ ।

আমার মনের মহলে,

হজার রঙের বাহার ।

সেইখানে তে খুজে পাবে,

তোমার মনের আহার ।

আমার মনের স্বাদটা তুমি,

একটু চেখে দেখো ।

বুঝতে পারবে আমার রঙের,

গভীরতা কত !

গভীরতা ছাড়া মনের, 

কোন চমক নাই ।

একটু পানি লেগে গেলে,

সব গুলিয়ে যায় !

নকল রঙের এত বাহার ,

সবাই মেতে রয় !

আসল রঙটা নকল রঙের,

মাঝে লুকিয়ে রয় ।

দেখার মত মনটা যদি,

থাকে তোমার কাছে ।

খুজে দেখো রঙটা তোমার,

আছে হাতের কাছে।

Published By: Rabin Mahmud


No comments:

Post a Comment