Saturday, April 30, 2016

ডাকছে আমায় পিছু থেকে | রেশমা খান কবিতা কালেকশন

bangla kobita
Reshma Khan


ডাকছে আমায় পিছু থেকে 

রেশমা খান

 একটা ছোট নৌকায় চরে

  যাবো আমি অনেক দূরে !

 ছোট্ট ছোট্ট ঢেউয়ের পাড়ে,

 আসবে শীতল বাতাস বয়ে।


কাপবো আমি একা  একা,

হাসবো আমি একা একা।

 অনেক দুরে যাওয়ার পরে

 হঠাত করে মনে পরে,

কেও কি আমায় ডাকছে পিছু?




আর যেওনা এতো দূরে

কেমন করে ফিরব আমি?

 চলে এসেছি অনেক দূরে !

নদীর পানি ভীষণ ঘোলা,




 ইচ্ছে করলেই যায়না ভোলা

 ভুলতে চেয়েছি বার বার !


 মনে পরে হাজার বার।     

Published By: Rabin Mahmud

Share News | Share Barta 24

No comments:

Post a Comment