![]()  | 
| Reshma Khan | 
ডাকছে আমায় পিছু থেকে
রেশমা খান
 একটা ছোট নৌকায় চরে
  যাবো আমি অনেক দূরে !
 ছোট্ট ছোট্ট ঢেউয়ের পাড়ে,
 আসবে শীতল বাতাস বয়ে।
কাপবো আমি একা  একা,
হাসবো আমি একা একা।
 অনেক দুরে যাওয়ার পরে
 হঠাত করে মনে পরে,
কেও কি আমায় ডাকছে পিছু?
আর যেওনা এতো দূরে
কেমন করে ফিরব আমি?
 চলে এসেছি অনেক দূরে !
নদীর পানি ভীষণ ঘোলা,
 ইচ্ছে করলেই যায়না ভোলা
 ভুলতে চেয়েছি বার বার !
 মনে পরে হাজার বার।     
কাপবো আমি একা  একা,
হাসবো আমি একা একা।
 অনেক দুরে যাওয়ার পরে
 হঠাত করে মনে পরে,
কেও কি আমায় ডাকছে পিছু?
আর যেওনা এতো দূরে
কেমন করে ফিরব আমি?
 চলে এসেছি অনেক দূরে !
নদীর পানি ভীষণ ঘোলা,
 ইচ্ছে করলেই যায়না ভোলা
 ভুলতে চেয়েছি বার বার !
 মনে পরে হাজার বার।     


