Showing posts with label Reshma Khan. Show all posts
Showing posts with label Reshma Khan. Show all posts

Friday, May 6, 2016

আমার মনের গভীরতা । রেশমা খান কবিতা কালেকশন

Bangla Kobita
Reshma Khan

আমার মনের গভীরতা


রেশমা খান


অনেক সুন্দর জীবন আমার,

অনেক সুন্দর মন ।

সেইখানে তে আসে আমার
,
নিত্তি নুতন রঙ ।

আমার মনের মহলে,

হজার রঙের বাহার ।

সেইখানে তে খুজে পাবে,

তোমার মনের আহার ।

আমার মনের স্বাদটা তুমি,

একটু চেখে দেখো ।

বুঝতে পারবে আমার রঙের,

গভীরতা কত !

গভীরতা ছাড়া মনের, 

কোন চমক নাই ।

একটু পানি লেগে গেলে,

সব গুলিয়ে যায় !

নকল রঙের এত বাহার ,

সবাই মেতে রয় !

আসল রঙটা নকল রঙের,

মাঝে লুকিয়ে রয় ।

দেখার মত মনটা যদি,

থাকে তোমার কাছে ।

খুজে দেখো রঙটা তোমার,

আছে হাতের কাছে।

Published By: Rabin Mahmud


Saturday, April 30, 2016

ডাকছে আমায় পিছু থেকে | রেশমা খান কবিতা কালেকশন

bangla kobita
Reshma Khan


ডাকছে আমায় পিছু থেকে 

রেশমা খান

 একটা ছোট নৌকায় চরে

  যাবো আমি অনেক দূরে !

 ছোট্ট ছোট্ট ঢেউয়ের পাড়ে,

 আসবে শীতল বাতাস বয়ে।


কাপবো আমি একা  একা,

হাসবো আমি একা একা।

 অনেক দুরে যাওয়ার পরে

 হঠাত করে মনে পরে,

কেও কি আমায় ডাকছে পিছু?




আর যেওনা এতো দূরে

কেমন করে ফিরব আমি?

 চলে এসেছি অনেক দূরে !

নদীর পানি ভীষণ ঘোলা,




 ইচ্ছে করলেই যায়না ভোলা

 ভুলতে চেয়েছি বার বার !


 মনে পরে হাজার বার।     

Published By: Rabin Mahmud

Share News | Share Barta 24

Sunday, April 17, 2016

মেঘলা আকাশে রংধনু । রেশমা খান

সেই মানুষটির লেখা আরেকটি চরম অনুভুতিপূর্ণ কবিতা .........।

Bangla Kobita
Reshma Khan

মেঘলা আকাশে রংধনু

রেশমা খান


মেঘলা আকাশে রংধনু কি সুন্দর ছড়িয়ে যায়,

ছোট্ট ছোট্ট মেঘেরা চমকে উঠে তাই!

কোথা থেকে হঠাত করে এলোে এই রং?

হঠাত করে বদলে দিল আকাশের ই মন!

আকাশ টা চুপি চুপি মুচকি হাসে তাই।

কেউ বোঝেনা যে মেঘলা আকাশে কত সুখ পাই,

মৃদু একটু হেসে আকাশ বলে তোমরা যাও!

একা থাকারসুখ টা আমায় উপভোগ করতে দাও।

একা থাকার ব্যাথা তোমরা বোঝো নাতো!

একা থাকার সুখটাও তোমরা খোঁজো নাতো।

বিশাল বড় আকাশ আমি,কোনো দুঃখ নাই

তোমরা এটা ভাব আমায় তাও সুখ পাই।


Sunday, April 10, 2016

সাধারন মানুষের লেখা একটি অসাধারন কবিতা

সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষ কেই কিছু না কিছু বিশেষ গুন দিয়েছেন। কেউ হয়ত নিজের গাওয়া গান দিয়ে পুরো বিশ্ব কে জয় করছেন আবার কেউ হয়ত নাচ দিয়ে,কেউ হয়ত নিজের বুদ্ধি কে ব্যবহার করে পুরো দুনিয়া কে একসাথে করে দিচ্ছেন আবার কেউ হয়ত নিজের চিন্তা কে ব্যবহার করে অনেক অজানা জিনিস অনুভব করতে পারছেন। সেরকম ই একজন মানুষ এর সাথে আজ আমার দেখা হল যে কিনা খুব ই সাধারন একটি মানুষ কিন্তু তার নিজের কিছু লেখার মধ্যে লুকিয়ে আছে কিছু অসাধারন অনুভুতি এবং আকাঙ্ক্ষা । তাই তার এই প্রতিভাটি ছরিয়ে দিচ্ছি সবার মাঝে......


Bangladesh poem
Reshma Khan

রঙিন আকাঙ্ক্ষা


রেশমা খান


লাল রঙের শাড়ি আমার

টিপটি ও ছিল লাল,


কেমন করে হয়ে গেল সাদা  

বুঝতে পারিনি কাল!


মন টা ছিল রঙ বেরঙ এর

বাহার ছিল মনে,


হঠাত করে মন যে বলে

কি হল আমার সনে!


এমন যদি হবে তবে

রঙিন সবাই কেও,


সাদা কি আমি একাই শুধু

রঙিন নাই কোন?

সাদা-মাটা দেখে সবাই খুব মজা পায়

আমার মন টা বার বার রঙিন হতে চায়,


রঙিন হওয়া কি খুব অপরাধ

তোমরা বল তাই?


সাদাই আমি রয়ে গেলাম

তোমাদের মন রক্ষায় !



Published by